অর্থনিতিলিড নিউজ

স্টার্ট-আপ খাতে ইক্যুইটি বিনিয়োগ সুবিধা দিবে ব্যাংক

স্টার্ট-আপ খাতে ইক্যুইটি বিনিয়োগ সুবিধা দিবে ব্যাংক

স্টার্ট-আপ খাতের উদ্যোক্তাদের ৪ শতাংশে ঋণ নেওয়ার পাশাপাশি এখন থেকে ইক্যুইটি বিনিয়োগ সুবিধা দিতে পারবে ব্যাংক। এজন্য বাংলাদেশ ব্যাংক একটি ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি গঠন করবে। ব্যাংকগুলোর বার্ষিক নিট মুনাফার এক শতাংশ অর্থ দিয়ে এ কোম্পানি করা হবে।

বুধবার কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি নীতিমালা জারি করেছে।

নীতিমালায় বলা হয়েছে, বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে স্টার্ট-আপ কোম্পানিগুলোর প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্ভাবনের চালিকাশক্তি হিসেবে সহায়ক ভূমিকা রাখছে। ব্যবসা ক্ষেত্রে উদ্ভাবনী অবকাঠামো তৈরি, বিশ্বব্যাপী বিনিয়োগ সুবিধার সঙ্গে যোগাযোগের পাশাপাশি স্টার্ট-আপ উদ্যোগ নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে, যা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার একটি মূল লক্ষ্য। উচ্চ সম্ভাবনাময় স্টার্ট-আপ উদ্যোগসমূহে ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির অর্থায়ন গতিশীল করার লক্ষ্যে বিদ্যমান স্টার্ট-আপ অর্থায়ন সংক্রান্ত নীতিমালায় প্রয়োজনীয় পরিবর্ধন,পরিমার্জন ও সময়োপযোগী করার লক্ষ্যে বেশকিছু পরিবর্তন করা হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে,স্টার্ট-আপ উদ্যোগের অনুকূলে ঋণ বা বিনিয়োগের পাশাপাশি ইক্যুইটি সুবিধা দেওয়ার সুযোগ রাখা হয়েছে। এক্ষেত্রে প্রতিটি ব্যাংকের গঠিত নিজস্ব ‘স্টার্ট-আপ ফান্ড’ থেকে স্টার্ট-আপ উদ্যোগসমূহে শুধু ইক্যুইটি বিনিয়োগ সুবিধা দিতে পারবে। ব্যাংক তাদের নিজস্ব তহবিল ব্যবহার করে এ সুবিধা দিতে পারবে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের গঠিত ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল থেকে পুনঃঅর্থায়ন সুবিধা গ্রহণ করে ব্যাংক ঋণ বিতরণ করতে হবে। এই তহবিল ছাড়া স্টার্ট-আপ উদ্যোক্তাদের অনুকূলে নতুন করে কোনো ঋণ বা বিনিয়োগ বিতরণ করা যাবে না। তবে আগের অনুমোদন করা ঋণ বা বিনিয়োগের অর্থ ছাড় করা যাবে। তাছাড়া উদ্যোক্তাদের ঋণসীমা পর্যায়ভিত্তিক ২ কোটি থেকে ৮ কোটি টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে, যা আগে ১ কোটি টাকা ছিল।

এতে আরো বলা হয়েছে, অর্থায়ন পেতে যোগ্যতা হিসেবে উদ্যোক্তার বয়স সর্বনিম্ন ২১ বছর হতে হবে। সর্বোচ্চ বয়সের সীমা রাখা হয়নি। বিদ্যমান প্রতিষ্ঠান এ অর্থায়ন সুবিধা পাবে, তবে এসব প্রতিষ্ঠানের নিবন্ধনের সময় থেকে ১২ বছরের মধ্যে থাকতে হবে।