খেলাধুলা

রিয়ালকে ‘একহালি’ গোল দিয়ে ফাইনালে পিএসজি

রিয়ালকে ‘একহালি’ গোল দিয়ে ফাইনালে পিএসজি

প্যারিস সেইন্ট জার্মেইর সোনালী যুগ চলছে যেন। চ্যাম্পিয়নস লিগ জেতার পর থেকেই অপ্রতিরোধ্য দলটি। এবার ক্লাব বিশ্বকাপেও দেখাল ঝলক। সেমিফাইনালে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালে পা রাখল লুইস এনরিকের শিষ্যরা। ফাইনালে তাদের প্রতিপক্ষ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি।

বুধবার (৯ জুলাই) দিবাগত রাতে মেটলাইফ স্টেডিয়ামে পিএসজির হয়ে জোড়া গোল করেন ফাবিয়ান রুইজ। একটি করে গোল করেন ওসমান দেম্বেলে ও গঞ্জালো রামোস।

ম্যাচের ৯ মিনিটেই দুই গোলে এগিয়ে যায় পিএসজি। ৬ মিনিটে রাউল আসেনসিওর থেকে বল কেড়ে নিয়ে শট নেন দেম্বেলে। প্রথম শটটি গোলরক্ষক থিবো কোর্তোয়া রুখে দিলেও ফিরতি বলে ফাঁকা পোস্টে গোল করেন রুইজ।

তিন মিনিট পর অ্যান্তোনিও রুডিগারের ভুল পাসে দেম্বেলে বল নিয়ে ঢুকে যান ডি-বক্সে। এরপর কোর্তোয়াকে পরাস্ত করে নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধাণ দ্বিগুন করেন।

২৪ মিনিটে আবারও গোল করেন রুইজ। এবার আশরাফ হাকিমির ডানদিক থেকে দৌড়ে তাকে পাস দেন। বল পেয়ে রিয়ালের রক্ষণকে বোকা বানিয়ে কাছ থেকে জাল খুঁজে নেন স্প্যানিশ মিডফিল্ডার। ৮৭ মিনিটে বদলি খেলোয়াড় রামোস শেষ গোলটি করেন।