আন্তর্জাতিকসর্বশেষ সংবাদ

২৮ চীনা বিমান তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ

২৮ চীনা বিমান তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ

তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করে ২৮টি চীনা সামরিক বিমান অনুপ্রবেশ করেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৫ জুন) তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ অভিযোগ তোলে । তারা বলছে, এই বিমানগুলোর মধ্যে ফাইটার এবং পারমাণবিক বোমা ফেলতে সক্ষম বোম্বার ছিল।

বুধবার (১৬ জুন) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, চীনের সামরিক চ্যালেঞ্জ নিয়ে ন্যাটো সতর্কবার্তা দেওয়ার পরেই এই অনুপ্রবেশ ঘটলো। গণতান্ত্রিক তাইওয়ান নিজেদের সার্বভৌম রাষ্ট্র হিসেবেই দেখে। কিন্তু চীন এটিকে নিজেদের একটি বিচ্ছিন্ন প্রদেশ বলে ভাবে।

চীনের যেসব যুদ্ধবিমান তাইওয়ানের সীমান্তে প্রবেশ করেছে, তার মধ্যে রয়েছে জে-১৬, জে-১১ ও এইচ-৬ বোমারু বিমান। এই যুদ্ধবিমানগুলো পারমাণবিক অস্ত্র, সাবমেরিন বিধ্বংসী ও ইলেকট্রনিক অস্ত্র বহন করতে সক্ষম। এতগুলো যুদ্ধবিমান তাইওয়ানের আকাশসীমায় এর আগে কখনো প্রবেশ করেনি। এর আগে চীনের সর্বোচ্চ ২৫টি যুদ্ধবিমান তাইওয়ানের আকাশসীমায় প্রবেশ করেছিল গত বছরের ১২ এপ্রিল।