রাজনীতি

২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে বিএনপি প্রতিক্রিয়া জানাবে শুক্রবার

২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে বিএনপি প্রতিক্রিয়া জানাবে শুক্রবার

২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে শুক্রবার (১২ জুন) প্রতিক্রিয়া জানাবে বিএনপি।দলের চেয়ারপারসনের প্রেসং উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, শুক্রবার বিকেল ৪টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ বাসা থেকে ভার্চুয়াল মাধ্যমে বাজেট প্রতিক্রিয়া জানাবেন। এ প্রতিক্রয়া বিএনপি’র ফেসবুক পেজ (www.Facebook.com/bnpbd78/) থেকে সরাসরি সম্প্রচার হবে।

বৃহস্পতিবার (১১ জুন) ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।  রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রার মধ্যে করখাতে আয় ধরা হয়েছে ৩ লাখ ৭৮ হাজার কোটি টাকা।  এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অধীন আয় ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা।  এনবিআর-বহির্ভূত করব্যবস্থা থেকে ১৫ হাজার কোটি টাকা পাওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।  কর বহির্ভূত রাজস্ব ৩৩ হাজার কোটি টাকা ধরা হয়েছে।  অভ্যন্তরীণ আয়ের বাইরে আগামী অর্থবছরে বৈদেশিক অনুদান থেকে ৪ হাজার ১০ কোটি টাকা অনুদান পাওয়ার আশা করছে সরকার।

Comment here