জাতীয়লিড নিউজসারা বাংলা

১৭টি এলাকার রেড জোনের সুনির্দিষ্ট ম্যাপিং পেলে ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে লকাডাউন : মেয়র আতিকুল

১৭টি এলাকার রেড জোনের সুনির্দিষ্ট ম্যাপিং পেলে ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে লকাডাউন : মেয়র আতিকুল

সোমবার (১৫ জুন) দুপুরে ডিএনসিসি’র নগর ভবনে  সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ‘আমার নির্বাচনী এলাকার যে ১৭টি এলাকায় রেড জোন করার ঘোষণা সরকার দিয়েছে, সেটির সুনির্দিষ্ট ম্যাপিং পেলে ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে লকাডাউন কার্যকর হবে।’

আতিকুল ইসলাম বলেন, ‘সামনে ১৭টি এলাকা লকডাউন হতে যাচ্ছে।  স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের সঙ্গে আমার কথা হয়েছে।  আমি বলেছি যতদ্রুত আমাদের ম্যাপ দেওয়া হবে তত দ্রুত ব্যবস্থা নেবো।  বলা হয়েছে মোহাম্মদপুর; পাঁচটি ওয়ার্ড নিয়ে কিন্তু মোহাম্মদপুর।  উত্তরা, মিরপুরের কথা বলা হচ্ছে। এসব অনেক বড় জায়গা।  আমরা চাইছি যত কনফাইন করে আমাদের দেওয়া যাবে তত আমাদের ম্যানেজ করতে সু্বিধা হবে।’

তিনি বলেন, ‘জীবন ও জীবিকাকে নিয়ে আমাদের কোভিডকে ম্যানেজ করতে হবে। রেড জোনিং একটা হিউজ ম্যানেজমেন্ট ।  কাউন্সিলর, রাজনৈতিক ব্যক্তি, সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত সবাইকে মিলে কিন্তু কাজ করতে হয়।  পূর্ব রাজাবাজারে ভলান্টিয়ার কাজ করছে। আমাদের ভলান্টিয়ারও জোগাড় করতে হবে। আমি স্বাস্থ্য অধিদপ্তরকে বলেছি, আমাকে রিমার্কেশন করে দিতে হবে।  কোন বাড়ি, কোন লেন, কোন মহল্লা বা কোন ওয়ার্ডে রেড জোন হবে তা রিমার্কেশন করে দিতে হবে। অসহায় যেসব পরিবার আছে তাদের তালিকা করতে হবে।  যাদের পয়সা আছে, খাদ্য কিনতে পারবে তাদের জন্য ভ্যানের পরিকল্পনা করতে হবে। ’

ডিনএসিসি মেয়র বলেন, ‘যে ১৭ এলাকা লকডাউন করা হবে সে বিষয়ে খবর পেয়েছি। কিন্তু আমরা ওই প্রজ্ঞাপন চাইছি যেখানে কীভাবে কোথায় এটা করবো, সেটি চিহ্নিত করে দিতে হবে। সিটি করপোরেশন বসে আছে, কাউন্সিলররা বসে আছেন- কিন্তু আমরা সুনির্দিষ্টভাবে বলতে পারছি না কোন এলাকাকে রোড জোন হিসাবে চিহ্নিত করবো এবং বন্ধ করবো।’

‘ম্যাপিং হাতে এলে টেলিভিশনে স্ক্রল প্রচার, স্থানীয় মসজিদে মাইকিং, সামাজিক ও রাজনৈতিক সংগঠন নিয়ে কাজ করতে হবে, নমুনা সংগ্রহের বুথ খুলতে হবে, হোম কোয়ারেন্টাইন ও আইসোলেশন কেন্দ্র ও টেলিমেডিসিন সেবা কোন জায়গা থেকে দেবো তার ব্যবস্থা করতে হবে। লকডাউন এলাকায় মরদেহ সৎকার, রোগী পরিবহন, হাসপাতাল- মুদি দোকান-ফার্মেসি-রেস্তোরাঁ-চায়ের দোকান-বাজারের কী অ্যাকশন হবে তা ঠিক করা হয়েছে। আমাদের ম্যাপিং দিলে সর্বোচ্চ ৪৮ ঘণ্টা  থেকে ৭২ ঘণ্টার মধ্যে লকডাউন করতে পারবো,’ বলেন আতিকুল ইসলাম।

Comment here