লিড নিউজ

১৪ মে উত্তরের ১৬ মে দক্ষিণের মেয়রের দায়িত্ব গ্রহণ

১৪ মে উত্তরের ১৬ মে দক্ষিণের মেয়রের দায়িত্ব গ্রহণ

মামুনুর রশিদ লিটনঃ

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি ও ডিএসসিসি) নব নির্বাচিত দুই মেয়র দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। আগামী ১৪ মে (বৃহস্পতিবার) ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম এবং ১৬ মে (শনিবার) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস দায়িত্ব গ্রহণ করবেন।

দুই সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, করোনা পরিস্থিতির মধ্যে দায়িত্ব গ্রহণের অনুষ্ঠান ঝুঁকিপূর্ণ চিন্তা করে বড় কোনো আয়োজন হচ্ছে না।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন বলেন, ১৪ মে প্রথম করপোরেশন বৈঠক শুরু হবে। ওই দিন থেকে পাঁচ বছর কাউন্ট করা হবে। নব নির্বাচিত মেয়র ওই দিনই দায়িত্ব গ্রহণ করবেন।

ডিএসিসির সচিব মোস্তফা কামাল মজুমদার বলেন, ১৬ মে নব নির্বাচিত মেয়রের কাছে দায়িত্ব হস্তান্তর হবে।  ওদিন অনুষ্ঠান হবে কি না সে সিদ্ধান্ত নেওয়া হয়নি।

তবে করোনা পরিস্থিতির করণে ওই দিন প্রথম করপোরেশন বৈঠক নাও হতে পারে বলে ডিএসসিসি সূত্র জানিয়েছে

Comment here