সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে ১৫০০ সাংবাদিককে ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সোমবার (২৯ জুন) জাতীয় সংসদের মুলতিব অধিবেশনে নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী একথা বলেন।
হাছান মাহমুদ বলেন, দেশের সংবাদকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ ও প্রচার করছেন। তাদের বিষয়ে সরকার কার্যক্রম গ্রহণ করেছে। করোনা পরিস্থিতি মোকাবিলায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রাথমিক পর্যায়ে ১৫০০ সাংবাদিককে এককালীন ১০ হাজার টাকা করে অনুদান দেওয়ার প্রক্রিয়া প্রায় সম্পন্ন করা হয়েছে। পরেবর্তী সময়ে আরও সাংবাদিককে এ অনুদান দেওয়া হবে।
তিনি আরও বলনে, মহামারি করোনাভাইরাসে সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের জন্য স্থাপিত গণমাধ্যমকেন্দ্রে প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী (হ্যান্ডওয়াশ, হ্যান্ড সানিটাইজার, টিস্যু পেপার) সরবরাহ করা হয়েছে। সাংবাদিকরা যাতে অগ্রাধিকার ভিত্তিতে করোনা টেস্ট ও চিকিৎসা নিতে পারে সে ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।
Comment here
You must be logged in to post a comment.