অর্থনিতি

১০ মে থেকে পুলিশের তত্ত্বাবধানে থাকা তিনটি শপিং সেন্টার খোলার সিদ্ধান্ত

১০ মে থেকে পুলিশের তত্ত্বাবধানে থাকা তিনটি শপিং সেন্টার খোলার সিদ্ধান্ত

পুলিশের তত্ত্বাবধানে থাকা তিনটি শপিং সেন্টার খুলছে।

আগামী ১০ মে থেকে সামাজিক দূরত্ব নিশ্চিত করে এগুলো খোলার পরিকল্পনা করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) পুলিশ সদর দপ্তর দপ্তর থেকে জানানো হয়েছে, সারা দেশের শপিং সেন্টারগুলো বন্ধ করা হলে পুলিশের অধীনে থাকা পুলিশ প্লাজা কনকর্ড শপিংমল, উত্তরার পলওয়েল কারনেশন ও নয়া পল্টনের পলওয়ে শপিং কমপ্লেক্স বন্ধ করে দেওয়া হয়। সারা দেশে যেহেতু সরকার শপিং সেন্টারগুলো সীমিত পরিসরে খোলার সিদ্ধান্ত নিয়েছে, তাই এ তিনটি শপিং সেন্টার খোলার সিদ্ধান্ত হয়েছে ।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা  বলেন, ‘শপিং সেন্টারগুলো খোলার পরিকল্পনা আছে। সেক্ষেত্রে স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য আমরা কাজ করছি।

Comment here