চলতি ২০১৯-২০২০ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) দেশের পণ্য বাণিজ্যে ঘাটতি দাঁড়িয়েছে এক হজার ৪২২ কোটি ১০ লাখ মার্কিন ডলার (যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক লাখ ২০ হাজার ৯০০ কোটি টাকা)।
কেন্দ্রীয় ব্যাংকের করা হালনাগাদ প্রতিবেদন থেকে বুধবার (১০ জুন) এমন তথ্য জানা গেছে। তথ্যানুযায়ী, ২০১৯-২০ অর্থবছরের প্রথম ১০ মাসে ইপিজেডসহ রপ্তানি খাতে বাংলাদেশ আয় করেছে দুই হাজার ৮৭৫ কোটি ৩০ লাখ ডলার। এর বিপরীতে আমদানি বাবদ ব্যয় করেছে ৪ হাজার ২৯৭ কোটি ৪০ লাখ ডলার। সেই হিসাবে এপ্রিল শেষে দেশে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে এক হাজার ৪২২ কোটি ১০ লাখ ডলার।
২০১৮-১৯ অর্থবছরের একই সময় ঘাটতি ছিল এক হাজার ৩৯৭ কোটি ৮০ লাখ ডলার। একই সময়ে আমদানি কমেছে ৮ দশমিক ৭৭ শতাংশ এবং রপ্তানি কমেছে ১৩ দশমিক ২০ শতাংশ। যদিও রেমিট্যান্স বেড়েছে ১১ দশমিক ৭১ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, রপ্তানি বাণিজ্যে বিপর্যয়ের কারণে বহির্বিশ্বের সঙ্গে বাণিজ্য ঘাটতি বাড়ছে। বছরের শুরু থেকে ইউরোপ আমেরিকাসহ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনাভাইরাসের সৃষ্ট পরিস্থিতিতে স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকে। এতে নেতিবাচক ধারায় থাকা দেশের রপ্তানি আয় ফেব্রুয়ারির পর থেকে ব্যাপকহারে কমতে থাকে। অন্যদিকে অর্থনীতি চাঙা রাখার প্রধান সূচক রেমিট্যান্স আয়ও চলতি বছরের মার্চ ও এপ্রিলে কমে যায়।
Comment here
You must be logged in to post a comment.