আন্তর্জাতিক

হামলা বন্ধ না হলে পরমাণু আলোচনায় অংশ নেবে না ইরান

পুতিনের সঙ্গে ‘গুরুত্বপূর্ণ আলোচনার’ জন্য রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইসরাইল হামলা বন্ধ না করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু বিষয়ক আলোচনায় অংশ নেবে না বলে জানিয়েছে ইরান।সংঘাত দীর্ঘতর হতে পারে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী এমন সতর্কবার্তা দেওয়ার কয়েক ঘণ্টা পর ইরানের দিক থেকে এমন প্রতিক্রিয়া এলো।

বিবিসি এক প্রতিবেদনে জানায়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জেনেভায় ইউরোপীয় কূটনীতিকদের সাথে বৈঠক করেছেন। বৈঠকে ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীরা ইরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু কর্মসূচির বিষয়ে আলোচনা পুনরায় শুরু করার আহবান জানান।

এসময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরাইলের ‘আগ্রাসন বন্ধ’ হলেই কেবল আলোচনার টেবিলে ফেরার কথা বিবেচনা করা হবে।তিনি আরো বলেন, ‘আমি স্পষ্ট করে বলছি যে, ইরানের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কোনও দরকষাকষি নয়।’

ইসরাইল ডিফেন্স ফোর্স বা আইডিএফ এর প্রধান ইয়াল জামির এক ভিডিও বার্তায় বলেছেন, তার দেশ একটি ‘প্রলম্বিত অভিযানের’ জন্য প্রস্তুত এবং ‘সামনে কঠিন দিন আসছে’ বলেও সতর্ক করেছেন।এদিকে শনিবার রাতেও দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা হয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র গোডাউন ও উৎক্ষেপণ স্থাপনায় হামলার কথা জানিয়েছে ইসরাইল। আর ইসরাইলের মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান।