খেলাধুলাসর্বশেষ সংবাদ

হাড্ডাহাড্ডি লড়াইয়ে ইউক্রেনকে হারাল নেদারল্যান্ডস

হাড্ডাহাড্ডি লড়াইয়ে ইউক্রেনকে হারাল নেদারল্যান্ডস

স্পোর্টস ডেস্ক: এক বছর পিছিয়ে শুরু হলেও জমে উঠেছে ইউরোকাপ – ২০২০। দর্শক ধরে রাখতে সক্ষম হয়েছে ফুটবলের এই মহারণ। রোমাঞ্চ ছড়িয়েছে এ পর্যন্ত হওয়া প্রায় সব ম্যাচেই। তবে রোববার রাতে নেদারল্যান্ডস ও ইউক্রেনের ম্যাচটি ছিল একটু বেশি রোমাঞ্চকর। হাড্ডাহাড্ডি লড়াই বললে ব্যাপারিটি আরও ভালো হয়।

আমস্টারডামে ঘরের মাঠে প্রথমার্ধ ছিল গোলশূন্য। কিন্তু দ্বিতীয়ার্ধে হয়েছে ৫টি গোল। দ্বিতীয়ার্ধে নেমে সাত মিনিটেই ইউক্রেনের জালে দুই গোল জমা করে নেদারল্যান্ডস।

ধরেই নেওয়া হয়েছিল ২-০ তে এগিয়ে যাওয়া ডাচদের গলায় জয়ের মালা জড়াবে, কিন্তু পাঁচ মিনিটে দুই গোল করে দারুণভাবে সমতায় ফেরে ইউক্রেন।

উত্তেজনপূর্ণ খেলা রূপ নেয় আরো চরমে। ক্ষণে ক্ষণে ম্যাচভাগ্য পাল্টেছে। এমন শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ হাসি ফুটে নেদারল্যান্ডের মুখে। ৫২তম মিনিটে ইউক্রেনের জালে বল জড়ান জর্জিনিও ভাইনালডাম। ৫৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ভাউট ভেগহর্স্ট।

এমন পরিস্থিতিতে ঘুরে দাঁড়ায় আন্দ্রেই শেভচেঙ্কোর ইউক্রেন, সে এক অলৌকিকতা। ৫ মিনিটে চোখধাঁধানো এক গোলে ব্যবধান কমান আন্দ্রেই ইয়ারমোলেঙ্কো। এর চার মিনিট পর রোমান ইয়ারেমচুকের গোলে সমতায় ফেরে ইউক্রেন।

দুই গোলে এগিয়ে থেকেও জয় অনিশ্চিত হতে চলা দল নিয়ে শঙ্কায় পড়েন ডাচ কোচ ফ্রাঙ্ক ডি বোর। তিনি যেন রাইটব্যাক ডেনজেল ডুমফ্রিসের কাছ থেকে কিছু একটা চাচ্ছিলেন। কোচকে সেই উপহারও দেন ডুমফ্রিস।

৮৫তম মিনিটে সেন্টারব্যাক নাথান আকের ক্রসে জালে জড়িয়ে দেন ডুমফ্রিস। আমস্টারডামের আংশিক দর্শকভরা গ্যালারিতে খুশির জোয়ার বইয়ে যায়।

এরপর বাকিটা সময় জাল অক্ষত রাখতে সক্ষম হয় নেদারল্যান্ডস। ফলে রেফারির শেষ বাঁশিতে ৩-২ গোলের ব্যবধানে হেরে বিদায় নেয় অতিথি ইউক্রেন।