স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের নতুন সচিব হয়েছেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব পদমর্যাদার) মো. আব্দুল মান্নান। বর্তমান সচিব আসাদুল ইসলামকে স্বাস্থ্য সেবা বিভাগ থেকে সরিয়ে পরিকল্পনা বিভাগের সচিব করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
বিসিএস অষ্টম প্রশাসন ব্যাচের কর্মকর্তা আব্দুল মান্নান চলতি বছরের ২৭ জানুয়ারি চট্টগ্রামের বিভাগীয় কমিশনার থাকার সময় সচিব পদে পদোন্নতি পেয়ে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান হন। করোনা পরিস্থিতির এ সময়ে তাকে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব পদে নিয়োগ দেওয়া হলো
Comment here
You must be logged in to post a comment.