স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ করোনার উপসর্গ নিয়ে হোম আইসোলেশনে আছেন। মঙ্গলবার (১২ মে) স্বাস্থ্য অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে। তার পরিবারের এক সদস্য করোনায় আক্রান্ত বলে জানা গেছে।
অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের করোনা পরীক্ষার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। এ বিষয়ে জানতে তাকে ফোনে কল করা হলে তিনি এসএমএস করে জানিয়েছেন, ‘আমি অসুস্থ। বাসা থেকে চিকিৎসা নিচ্ছি।’
ডা. আবুল কালামের অনুপস্থিতিতে তার দায়িত্ব পালন করছেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
Comment here
You must be logged in to post a comment.