অপরাধজাতীয়সর্বশেষ সংবাদসারা বাংলা

স্কুল ছাত্র শুভকে হত্যার উদ্যেশে পরিকল্পিত ভাবে অপহরন

স্কুল ছাত্র শুভকে হত্যার উদ্যেশে পরিকল্পিত ভাবে অপহরন

মো. শাউন, নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
নোয়খালী জেলার সোনাইমুড়ী থানাধিন ১নং জয়াগ ইউনিয়নের ছোট কেগনা গ্রামের নোয়াবাড়ী মাদ্রসার মাঠে ওয়াজ প্রাঙ্গণ হতে ২৫/০১/২০২১ইং রোজ মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা ৬.৩০ ঘটিকার সময় উপস্থিত জনগনের সম্মুখ হতে পরিকল্পিতভাবে হত্যার উদ্যেশে অপহরন করে।

জয়াগ ইউনিয়নের ছোট কেগনা গ্রামের পশ্চিম পাড়ার মাদ্রসার মাঠ থেকে জনশুন্য জায়গায় নিয়ে এলাপাতাড়ি ভাবে সংঙগবদ্ধ চক্র বেদড়ক মারধর করে। একপর্যায়ে হত্যার উদ্যেশে গলায় ছুরি দিয়ে পোচ দিলে এলাকার জনগনের আঁচ পেয়ে শুভকে রেখে তারা দৌড়ে পালিয়ে যায়।

এলাকার জনগন ও তার পরিবার সদস্য খবর পেয়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে চিকিৎসার উদ্যেশে বজরা মেডিকেল হাসপাতালে নিয়ে যায়।কর্তব্যরত চিকিৎসক তাহার প্রাথমিক চিকিৎসা দিয়ে বেডরেষ্টের পরামর্শ দিয়ে ও পাশাপাশি পুলিশ কেইসের ব্যবস্থা পত্র দিয়ে ছেড়ে দেন।

উক্ত বিষয়ে সেনাইমুড়ী থানার ডিউটি অফিসারকে অবগত করিলে এ এস আই অপু কর্মকারকে দায়িত্ব দিয়ে ঘটনাস্থলটি তদন্তের জন্য পাঠান। পাশাপাশি ১ নং জয়াগ ইউৃনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব শওকত আকবরকে বিষয়টি অবগত করিলে তিনিও ঘটনাস্থলে গিয়ে বিষয়টি অনুধাপন করেন।

 

উক্ত বিষয়টি থানায় অবগত করার পর থানায় শুভ’র মা বাদি হয়ে একটি অভিযোগ দায়ের করেন।

উক্ত ঘটনার বিষয়ে সার্বিক আর্ন্তজাতিক মানবাধিকার সংস্থা’র ঢাকা মহানগরীর কমিটির পর্যবেক্ষনে রয়েছেন।

ঘটনার এক প্রত্যক্ষদর্শী থেকে জানা যায়, ঘটনাস্থলে জনাব আবুল কাশেমের ছেলে জয়নাল আবেদিন জন্টুর নির্দেশে (১) মো. সাগর, জনাব মুক্তারের ছেলে (২)মো. আরিফ, (৩) মো. শুভ গংরা ঘটনাটি ঘটান।বর্তমানে শুভ’র পরিবারকে হামলাকারীরা বিভিন্ন ভাবে হুমকি ও প্রাণ নাশের ধুমকি দিচ্ছেন। শুভ’র পরিবার নিরাপত্তা হীনতায় ভুগছেন বলে জানান।

এ ঘটনাটি জাতীয় প্রেসক্লাবের নির্বাহী মেম্বারদের নজরদারীতে রয়েছে।

Comment here