অসংখ্য ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তাকে হারিয়ে শোকে বিহ্বল তার সহকর্মী ও ঘনিষ্ঠজনরা। এই অভিনেতার চলে যাওয়া যেন কিছুতেই মেনে নিতে পারছেন না তারা।এদিকে সুশান্তকে হারানোর শোক সইতে না পেরে তার চাচাতো ভাইয়ের স্ত্রী সুধা দেবী মারা গেছেন বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়েছে, সুশান্তের আত্মহত্যা কিছুতেই মেনে নিতে পারেননি সুধা দেবী। এই অভিনেতার মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই খাওয়া বন্ধ করেছিলেন। সোমবার (১৫ জুন) মুম্বাইয়ে যখন ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ সিনেমাখ্যাত এই অভিনেতার শেষকৃত্য অনুষ্ঠিত হচ্ছিল সেই সময় বিহারের পুর্নিয়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুধা দেবী।
এর আগে রোববার (১৪ জুন) বান্দ্রায় তার নিজ ফ্ল্যাটে ৩৪ বছর বয়সি সুশান্তের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের রিপোর্টে জানানো হয়েছে, আত্মহত্যা করেছেন তিনি।
Comment here
You must be logged in to post a comment.