নওগাঁর পোরশা সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সুভাস রায় (৩৭) নামে এক বাংলাদেশি মারা গেছেন।সোমবার ( ১৫ জুন ) ভোরে নীতপুর সীমান্তে গরু আনতে গেলে ভারতের আগ্রাবাদ ক্যাম্পের বিএসএফ সদস্যরা সুভাসকে গুলি করে হত্যা করে। সুভাস পোরশা উপজেলার তুরিপাড়া গ্রামের বাসিন্দা ভুলু রায়ের ছেলে।
নওগাঁ- ১৬ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল ইসলাম বলেন, ভোরে চোরাইপথে ভারতীয় গরু আনতে সীমান্তে যান বাংলাদেশি একদল রাখাল। এসময় তাদের লক্ষ্য করে গুলি চালায় বিএসএফ সদস্যরা। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা গেছে সুভাস।
Comment here
You must be logged in to post a comment.