লিড নিউজসারা বাংলা

সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭৩৩ মৃত্যু হয়েছে ৩৭ জনের

সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭৩৩ মৃত্যু হয়েছে ৩৭ জনের

বুধবার (১০ জুন) সকাল পর্যন্ত মহামারি এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭৩৩ জন, মৃত্যু হয়েছে ৩৭ জনের।  এ পর্যন্ত করোনা পজেটিভ থেকে নেগেটিভ হয়েছেন ৪০৬ জন।সিলেট বিভাগের চার জেলায় বেড়েই চলেছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা।

মঙ্গলবার (৯ জুন) রাতে সিলেটের দুটি পিসিআর এবং ঢাকার একটি পিসিআর ল্যাব থেকে ১০৫ জনের করোনা পজিটিভ আসে। এর মধ্যে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের ল্যাবে ৫০ জনের পজিটভ আসে; তারা সকলেই সিলেট জেলার বাসিন্দা। আর শাবিপ্রবির ল্যাবে সুনামগঞ্জ জেলার ২২ জনের পজিটিভ আসে। এছাড়া ঢাকার ল্যাব থেকে যে ৩৩ জনের করোনা পজিটিভ এসেছে তারা বিভাগের কোন জেলার তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, মঙ্গলবার ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ৯৪ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫০ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। নতুন শনাক্ত হওয়াদের মধ্যে ৪৭ জনই সিটি কর্পোরেশন এলাকা ও সদর উপজেলার বাসিন্দা। এদের মধ্যে চিকিৎসক-পুলিশ সদস্যও আছেন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউল ফারুক জয় জানান, মঙ্গলবার শাবির পিসিআর ল্যাবে সুনামগঞ্জ জেলার ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২২ জনের করোনা পজিটিভ এসেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান জানান, নমুনা জটের কারণে বেশ কিছু নমুনা ঢাকায় আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিনের ল্যাবে পাঠানো হয়েছিল। এর মধ্যে মঙ্গলবার রাতে ১৫৪ জনের নমুনা পরীক্ষার ফল এসেছে। এদের মধ্যে ৩৩ জন পজিটিভ, বাকিরা নেগেটিভ। তবে এ ৩৩ জন কোন জেলার বাসিন্দা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ বুলেটিনে বলা হয়, সিলেট জেলায় ৫ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হন। বুধবার সকাল পর্যন্ত বিভাগের চার জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৭৩৩ এ দাঁড়িয়েছে।

বুধবার সকাল পর্যন্ত সিলেট জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৯৮৯ জন। এরপরের অবস্থানে আছে হাওররাজ্য সুনামগঞ্জ। এ জেলায় মোট আক্রান্ত ৩৫১ জন। আক্রান্তের সংখ্যা হবিগঞ্জে ২০৮ এবং মৌলভীবাজারে ১৫২।

স্বাস্থ্য বিভাগের হিসেব বলছে, বুধবার সকাল পর্যন্ত বিভাগে করোনায় মারা গেছেন ৩৭ জন। এর মধ্যে রয়েছেন সিলেট জেলায় ২৮জন, সুনামগঞ্জ জেলায় ৩ জন, হবিগঞ্জে ২ জন এবং মৌলভীবাজারে ৪ জন।

আর বিভাগের চার জেলায় সুস্থ হয়েছেন ৪০৬ জন। সিলেট জেলায় ১২৮ জন, হবিগঞ্জে ১৩৫ জন, মৌলভীবাজারে ৬২ জন এবং সুনামগঞ্জের ৮১ জন সুস্থ হয়েছেন।

এদিকে সিলেট বিভাগের চার জেলাকে রেড জোন হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ। এ কারণে নতুন করে হার্ডলাইনে যাচ্ছে প্রশাসন। এর অংশ হিসেবে মঙ্গলবার থেকেই নগরে অভিযান শুরু করেছে সিটি কর্পোরেশন। আর জেলার সবকটি উপজেলায়ও কঠোরভাবে কেন্দ্রীয় নির্দেশনা অনুসারে তৎপরতা শুরুর প্রস্তুতি নিচ্ছে উপজেলা প্রশাসন।

Comment here