সিরাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ২৮টি দেশীয় অস্ত্র, ১টি এলজি ও কয়েক রাউন্ড কার্তুজসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল বুধবার গভীর রাতে সিরাজগঞ্জ সদর উপজেলা ও পাবনার কালুরপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার দুপর সাড়ে ১২টার দিকে নিজ কার্যালয়ের হল রুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিরাজগঞ্জের পুলিশ সুপার টুটুল চক্রবর্তী।