জাতীয়

সারাদেশে মোট ১১৯০ পুলিশ করোনায় আক্রান্ত

সারাদেশে মোট ১১৯০ পুলিশ করোনায় আক্রান্ত

সারাদেশে মোট ১ হাজার ১৯০ পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৭ জন।

বুধবার (০৬ মে) পুলিশ হেডকোয়াটার্স থেকে এ তথ্য জানিয়ে বলা হয়, এর মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আক্রান্ত হয়েছেন ৫৭৬ জন। আক্রান্ত এসব পুলিশ সদস্যদের রাজারবাগ পুলিশ কেন্দ্রীয় হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এআইজি (মিডিয়া) সোহেল রানা  বলেন, ‘আক্রান্ত হলেও পুলিশের অনেকেই সুস্থ হচ্ছেন। তবে তারা মানুষের সংস্পর্শে যাওয়ায় আক্রান্ত হচ্ছেন।  এজন্য নিজেদের দূরত্বও বজায় রাখতে হবে।’

পুলিশ সূত্র জানায়, ডিএমপির আক্রান্তের মধ্যে এডিসি, এসি, ওসিও আছেন।  তবে তারা সবাই আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন। এছাড়া বিভিন্ন ইউনিটে কর্মরত ১ হাজার ৮৯ জনকে আইসোলেশনে রাখা হয়েছে।  ১ হাজার ২৬০ জন কোয়ারেন্টাইনে আছেন।

Comment here