সাভারের আশুলিয়ায় পরিবহন থেকে চাঁদা আদায়কালে একজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৫ জুন) ভোরে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে তাকে হাতেনাতে আটক করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় আশুলিয়া থানায় দুইজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
আটক জি এম মিন্টু ওরফে ওয়েলকাম মিন্টু আশুলিয়ার ডেন্ডাবর এলাকার বাসিন্দা।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন জানান, জেলার বিভিন্ন সড়কে চলাচলরত পরিবহনে চাঁদাবাজি বন্ধে ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদারের কঠোর নির্দেশ রয়েছে। তাই চাঁদাবাজদের আটকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে ভোরে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে চাঁদা আদায়কালে মিন্টুকে আটক করা হয়।
পরিবহনে চাঁদাবাজির অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
Comment here
You must be logged in to post a comment.