রবিবার, ২৮ মে ২০২৩
হোম » শীর্ষ সংবাদ » সাতকানিয়ায় ঘরে আগুন, বৃদ্ধার মৃত্যু

সাতকানিয়ায় ঘরে আগুন, বৃদ্ধার মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় ঘরে আগুন লাগায় তাতে পুড়ে মারা গেছেন আনোয়ারা বেগম (৭০) নামের এক বৃদ্ধা। গতকাল  মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার কালিয়াইশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, কালিয়াইশের ২ নম্বর ওয়ার্ডের ৪ কক্ষের একটি সেমিপাকা ঘরে আগুন লাগে। খবর পেয়ে সাতকানিয়া ফায়ার স্টেশন থেকে দুইটি গাড়ি পাঠানো হয়। তাদের চেষ্টায় সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর ঘরটিতে অগ্নিদগ্ধ একটি মরদেহটি পাওয়া যায়।

মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বৈদ্যুতিক গোলযোগ থেকে সৃষ্টি হয়েছে। এতে আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে সূত্র জানায়।

আরো পড়ুন

নিষেধাজ্ঞা নিয়ে আওয়ামী লীগের মাথাব্যথা নেই।ওবায়দুল কাদের'

নিষেধাজ্ঞা নিয়ে আওয়ামী লীগের মাথাব্যথা নেই।ওবায়দুল কাদের’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলে মন্তব্য করলেন’নিষেধাজ্ঞা নিয়ে আওয়ামী লীগের মাথাব্যথা নেই।শনিবার [২৭ …