খেলাধুলাবিশেষ প্রতিবেদনসর্বশেষ সংবাদ

সাইফউদ্দিনের চ্যালেঞ্জে সাড়া দিলেন সাকিব

সাইফউদ্দিনের চ্যালেঞ্জে সাড়া দিলেন সাকিব

করোনাভাইরাসের কারণে প্রায় চার মাস থমকে আছে ক্রিকেটাঙ্গন। ক্রিকেট বন্ধ থাকায় ঘরে বসেই নিজেদের ফিট রাখার চেষ্টা করছেন ক্রিকেটাররা। কবে মাঠে ফেরা যাবে কারো জানা নেই। এ অবস্থায় সাকিব আল হাসানকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তরুন পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন। তার চ্যালেঞ্জ গ্রহণও করেছেন সাকিব।

সাইফউদ্দিনের ছুড়ে দেওয়া চ্যালেঞ্জটি হচ্ছে, সাকিবের বিপক্ষে ২ ওভার বল করবেন সাইফউদ্দিন। এই দুই ওভারে সাকিবকে করতে হবে ২২ রান। বিষয়টি নিজের ফেসবুকে জানিয়েছেন সাইফ। নিষেধাজ্ঞা ও করোনাকাল শেষে সাকিব মাঠে ফিরলে এ চ্যালেঞ্জ নিয়ে মুখোমুখি হবেন দুই ক্রিকেটার। ফেসুবকে নিজের ভেরিফায়েড পেজে মোহাম্মদ সাইফউদ্দিন জানান, ‘আজকে (শুক্রবার) সাকিব ভাইকে একটা চ্যালেঞ্জ অফার করলাম। আমি ২ ওভার বোলিং করবো এবং সাকিব ভাইকে ২২ রান নিতে হবে।’ তিনি আরও বলেন, ‘মজার বিষয় হলো সাকিব ভাইও চ্যালেঞ্জটা গ্রহণ করেছেন। যদিও সাকিব ভাইয়ের সমর্থক অনেক বেশি, তারপরও আমার জন্য দোয়া চাচ্ছি। করোনা পরবর্তী সময়ে মাঠে ফিরেই কিছুদিনের মধ্যে সাকিব ভাইয়ের প্রত্যাবর্তন উদযাপন করবো ইনশাআল্লাহ।’ এই পোষ্টের সঙ্গে সাইফ তাদের কথোপোকথনের একটি স্ক্রিন শটও জুড়ে দেন।

Comment here