জাতীয়সর্বশেষ সংবাদসারা বাংলা

সরকারি বরাদ্দের ঘর ফেরত দিলেন বশির উদ্দিন

সরকারি বরাদ্দের ঘর ফেরত দিলেন বশির উদ্দিন

সিলেটের জৈন্তাপুরে উপজেলা গৃহহীনদের জন্য সরকারের দেওয়া ঘর ফেরত দিয়েছেন বশির উদ্দিন নামে এক ব্যক্তি। তার ঘরবাড়ি থাকার তথ্য জানানোর পরও উপজেলা প্রশাসন তাকে ঘরটি বরাদ্দ দিয়েছিলে বলে তিনি অভিযোগ করেন। 

জৈন্তাপুরে উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভিন বলেন, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে, কিভাবে কী হলো তা জানার জন্য তদন্ত চলছে। তদন্তের পর জানা যাবে।

জানা গেছে, জৈন্তাপুরের চিকনাগুল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পশ্চিম ঠাকুরের মাঠি গ্রামের বশির উদ্দিন বলেন, আমি গৃহহীন ও ভূমিহীন না। রোববার (২৪ জানুয়ারি) স্থানীয় এমপি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদের কাছে ঘরের কাগজপত্র ফেরত দিয়েছি।

বশির উদ্দিন গণমাধ্যমে জানান, স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নজরুল ইসলাম জরুরি কাজের কথা বলে ভোটার আইডি কার্ডের ফটোকপি সংগ্রহ করেন। পরে ইউনিয়ন পরিষদ থেকে তাকে ভূমিহীন দেখিয়ে ঠাকুরের মাঠি মৌজায় ঘর বরাদ্দ দেওয়া হয়। ২২ জানুয়ারি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘরের কাগজপত্র পৌঁছে দেওয়া হয়।

বশির বলেন, কাগজপত্র পেয়ে আমি আশ্চর্য হই ও তা ফেরত দেওয়ার প্রস্তুতি নেই। আমার ঘরবাড়ি থাকার পরও উপজেলা প্রশাসন কীভাবে ঘর বরাদ্দ দেয়?

এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ বলেন, অনিয়মের বিষয়টি জানার পর মন্ত্রীর নির্দেশে আমি সরেজমিনে তদন্ত করে ২৩ জনের ঘর বাতিল করার কথা বললেও রহস্যজনকভাবে উপজেলা প্রশাসন ও ঘর বরাদ্দ কমিটি ঘর বরাদ্দ করেছে। সবার উপস্থিতিতে একটি ঘর মন্ত্রীর কাছে ফেরত দিয়ে বশির অনিয়মের সত্যতাই প্রমাণ করলেন।

Comment here