মঙ্গলবার, ৩০ মে ২০২৩
হোম » বিনোদন » সমরেশ মজুমদারের উপন্যাস অবলম্বনে ‘উৎসবের রাত’

সমরেশ মজুমদারের উপন্যাস অবলম্বনে ‘উৎসবের রাত’

২০০৮ সালের লাক্স-চ্যানেল আই সুপার স্টার প্রতিযোগিতার প্রথম রানারআপ হোন সৈয়দা তাজ্জি। অভিনয় করেছেন নাটক, টেলিছবি আর বিজ্ঞাপনে। তবে এখন পুরোপুরি থিতু হয়েছেন অস্ট্রেলিয়ায়। সেখানে মার্কেটিংয়ের ওপর পোস্ট গ্র্যাজুয়েশন করেছেন। সেখানে একটি প্রতিষ্ঠানে মার্কেটিং কনসালট্যান্ট হিসেবে কর্মরত আছেন।

সম্প্রতি তিনি প্রায় দুই মাসের জন্য দেশে এসেছেন। এসেই অভিনয় করেছেন বেশকিছু ভিন্ন ধরনের কাজে। তারমধ্যে অন্যতম হলো বায়োস্কোপ অরিজিনালের জন্য নির্মিত একটি ওয়েব সিরিজ। আলফা আই প্রযোজিত এই ওয়েব সিরিজটি কলকাতার জনপ্রিয় লেখক সমরেশ মজুমদারের উপন্যাস ‘উৎসবের রাত’ অবলম্বনে নির্মিত হয়েছে। এটি পরিচালনা করেছেন সায়ান দাসগুপ্ত। সম্প্রতি কলকাতাতে টানা নয় দিন এই ওয়েব সিরিজটির শুটিং হয়।

তাজ্জি বলেন, এই কাজটির বিষয়ে আলফা আইয়ের শাহরিয়ার শাকিল ভাই আমাকে অস্ট্রেলিয়াতে থাকা অবস্থায়ই বলেছিল। দেশে আসার পর কাজটি যে করা হবে তা আগে থেকেই ঠিক করা ছিল। তবে গল্প এবং স্ক্রিপ্টের নানান বিষয় দেশে আসার পর জানতে পারি। আমি এমন একটি টিমে কাজ করতে পেরে সত্যিই মুগ্ধ। এখানে আমি মাহী চরিত্রে অভিনয় করেছি।

ওয়েব সিরিজটিতে তাজ্জি ছাড়াও বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আবুল হায়াত ও দিলারা জামান অভিনয় করেছেন।

আরো পড়ুন

একঝাঁক তারকা নিয়ে সিটি নির্বাচনের প্রচারণায় ফেরদৌস;

একঝাঁক তারকা নিয়ে সিটি নির্বাচনের প্রচারণায় ফেরদৌস;

আবারও দেখা গেলো চিত্রনায়ক ফেরদৌসকে নির্বাচনী প্রচারণায় আজ রোববার গাজীপুর সিটি নির্বাচনের প্রচারণায় ফেরদৌসসহ ঢালিউডের …