অপরাধআইন আদালত

সপ্তম দিনে ১৪৭ বাড়িতে এডিসের লার্ভা ৩ লাখ ৭ হাজার টাকা জরিমানা

সপ্তম দিনে ১৪৭ বাড়িতে এডিসের লার্ভা ৩ লাখ ৭ হাজার টাকা জরিমানা

এডিস মশা থেকে সুরক্ষা পেতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চলমান চিরুনি অভিযানের সপ্তম দিনে ১৪৭ বাড়িতে এডিসের লার্ভা পাওয়া গেছে।  এ ঘটনায় স্থাপনাগুলোর মধ্যে ১৯টি মামলায় তিন লাখ সাত হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  অন্যান্য স্থাপনা মালিককে সতর্ক করা হয়েছে।

শুক্রবার (১২ জুন) এ অভিযান পরিচালনা করা হয়।

ডিএনসিসির প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন জানান, চিরুনি অভিযানের সপ্তম দিনে ১৩ হাজার ৭৭৩টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন পরিদর্শন করা হয়। এর মধ্যে ১৪৭টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়।  আর ৯ হাজার ৭৬২টি বাড়ি-স্থাপনায় এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়।  এডিস মশার লার্ভা পাওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে ১৯টি মামলায় মোট তিন লাখ সাত হাজার টাকা জরিমানা করা হয়।

গত ৬ জুন ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডে একযোগে চিরুনি অভিযান শুরু হয়। এ পর্যন্ত সাত দিনে ৯৪ হাজার ১৩৯টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন পরিদর্শন করে এক হাজার ১৩১টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়।  ৬৫ হাজার ৭৪৩টি বাড়ি-স্থাপনায় এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়।  এছাড়া এ ৭ দিনে মোট ১০ লাখ ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

Comment here