জাতীয়লিড নিউজ

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভার্চুয়াল পদ্ধতিতে সংসদে অংশ নিতে রাঙ্গার অনুরোধ

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভার্চুয়াল পদ্ধতিতে সংসদে অংশ নিতে রাঙ্গার অনুরোধ

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরাসরি সংসদে না এসে ভার্চুয়াল প্রদ্ধতিতে নিজ বাসভবনে বসে সংসদের কার্যক্রমে অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা।বুধবার (১০ জুন) জাতীয় সংসদে শোক প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে তিনি এই অনুরোধ করেন।

এ সময় তিনি বলেন, ‘‘করোনাভাইরাস পরিস্থিতিতে যুক্তরাজ্য, নিউজিল্যান্ড ও কানাডায় ভার্চুয়াল সিস্টেমে সংসদের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এসব দেশের সংসদ সদস্যরা অনেকেই সংসদে আসছেন না। সংসদ সদস্য হিসেবে আমাদের সংসদে আসতে অসুবিধা নেই। কিন্তু প্রধানমন্ত্রী সরাসরি সংসদে না এসে যদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিজ বাসভবনে বসে কথা বলেন সেটা আমি চাই।’’

তিনি আরো বলেন, ‘‘আমরা জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছি। প্রধানমন্ত্রী না থাকলে আমাদের সবার জন্য অসুবিধা। তখন দেশটা চালাবে কে? আমি অনুরোধ করবো, যদি সম্ভব হয় আপনি (প্রধানমন্ত্রী) বাসা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সংসদে অংশ নিন।’’

তবে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রস্তাবের ওপর আলোচনা কালে সংসদ নেতা রাঙ্গার এ প্রস্তাব নাকচ করে দিয়েছেন। এ সময় তিনি বলেন, ‘‘জন্ম যখন হয়েছে, মরতেই হবে। আমি ভয় কখনো পাইনি, পাবো না। মৃত্যু যখন অবধারিত তখন মরতে একদিন হবেই। আমি এখানে (বাংলাদেশে) বেঁচে থাকার জন্য আসিনি। জীবনটা বাংলা মানুষের জন্য বিলিয়ে দিতে এসেছি।’

Comment here