জাতীয় সংসদের বাজেট পাশের অধিবেশনের বৈঠক মঙ্গলবার (৩০ জুন) শুরু হয়েছে। বেলা ১১টা ৫মিনিটে জাতীয় সংসদের স্পিকার শিরীর শারমিন চৌধুরীরর সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়।
করোনার কারণে সংক্ষিপ্ত বাজেট অধিবেশন আরও সংক্ষিপ্ত করা হয়। আজ ২০২০-২১ অর্থবছরের বাজেট পাস হবে।
গত ১১ জুন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল সংসদে ২০২০-২১ অর্থবছরের বাজেট পেশ করেন। পরে সোমবার (২৯ জুন) বড় ধরনের কোনো পরিবর্তন ছাড়াই পাস হয় ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেটের অর্থবিল। অর্থবিল পাসের আগে বাজেটের ওপর নিজের সমাপনী বক্তব্য দেন অর্থমন্ত্রী। এর আগে বাজেট আলোচনায় অংশ নেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত ১৫ জুন সম্পূরক বিল পাস হওয়ার পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ২৩ জুন পর্যন্ত সংসদের বৈঠক মুলতবি করেন। কয়েকদিন চলার পর সংসদের বৈঠক ২৯ জুন বেলা ১১টা পর্যন্ত মুলতবি করা হয়।
Comment here
You must be logged in to post a comment.