সরকার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কে এম আলী আজমকে শিল্প মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুল হালিম আগামী ২৭ মে অবসরে যাচ্ছেন। একইসঙ্গে এনজিও বিষয়ক ব্যুরো মহাপরিচালক (অতিরিক্ত সচিব) কে এম আব্দুস সালামকে পদোন্নতি দিয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব হিসেবে দিয়োগ দেওয়া হয়েছে।
রবিবার (১৭ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অপরদিকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব) মহসিনা ইয়াসমিনকে গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
Comment here
You must be logged in to post a comment.