শ্রমিকদের মজুরি দিতে সরকারের প্রণোদনা তহবিল থেকে আবারও কম সুদে ঋণ পাচ্ছেন পোশাক মালিকরা।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
এর আগে গত ২২ জুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে চিঠি দিয়ে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরে মজুরি দিতে সহজ শর্তে ঋণ চায় পোশাকশিল্পের মালিকদের দুই সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ও বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)।
পোশাক শিল্পকে ঋণ সুবিধা দেওয়ার জন্য করোনায় ক্ষতিগ্রস্ত শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠানের চলতি মূলধন বাবদ ঋণ দিতে ঘোষিত ৩০ হাজার কোটি টাকার তহবিল বাড়িয়ে ৩৩ হাজার কোটি টাকা করা হয়েছে। এর আগে এপ্রিল, মে ও জুনের মাসের মজুরিও তহবিল থেকে ঋণ নিয়েছিলেন পোশাক মালিকেরা। প্রথম তিন মাস ঋণের জন্য ২ শতাংশ সার্ভিস চার্জ দিতে হয়েছিল উদ্যোক্তাদের। চলতি মাসের ক্ষেত্রে সেটি হবে সাড়ে ৪ শতাংশ। সরকার সাড়ে ৪ শতাংশ ভর্তুকি দেবে।
Comment here
You must be logged in to post a comment.