বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ-ভারত সম্পর্ক সোনালী অধ্যায় পার করছে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি মুরালিধরন।
সোমবার (২৯ জুন) ‘বাংলাদেশ-ভারতের মধ্যে বাণিজ্য: সুযোগ ও চ্যালেঞ্জ’ শীর্ষক ডিজিটাল সম্মেলনে এ মন্তব্য করেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সম্মেলনের আয়োজন করে কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই)।
সম্মেলনে আরো অংশ নেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহম্মদ ইমরান, ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ, এফবিসিসিআই’র সভাপতি শেখ ফজলে ফাহিম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম, ভারতের এক্সিম ব্যাংকের এমডি ডেভিড রাজকুইনহা, সিআইআইয়ের মহাপরিচালক চন্দ্রজিৎ ব্যানার্জি, ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহমেদ প্রমুখ।
সম্মেলনে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি মুরালিধরন বলেন, ‘২০১৪ সাল থেকে দুই দেশের সম্পর্কে খুব উন্নয়ন ঘটেছে। এ সময় থেকে দুই দেশের স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়ন হয়েছে, সমুদ্র বিরোধ নিষ্পত্তি হয়েছে, কানেক্টিভিটি চুক্তি সই হয়েছে। একই সঙ্গে বাংলাদেশে ১ হাজার ৭৬ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি, বাংলাদেশি নাগরিকদের জন্য ৭ দশমিক ৪ মিলিয়ন ভিসা ইস্যু করা হয়েছে। বাংলাদেশের বিভিন্ন এলাকায় ৪০টির বেশি প্রকল্প বাস্তবায়ন করেছে ভারত। করোনা মহামারিকালে দুই দেশ সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক প্রভাব কাটিয়ে উঠতে পারে।’
হাইকমিশনার মুহম্মদ ইমরান বলেন, ‘রাজনীতি, বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা, সীমান্ত, পানি ব্যবস্থাপনা, পাওয়ার খাত, সাংস্কৃতিক বিনিময়সহ সব ক্ষেত্রে বাংলাদেশ এবং ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান। আগামীতে দুই দেশের মধ্যকার সম্পর্ক আরো আরো ঘনীভূত হবে।’
রীভা গাঙ্গুলি দাশ পানিসম্পদ ব্যবস্থাপনা, রেল সংযোগ স্থাপনের ফলে দুই দেশের মধ্যকার বাণিজ্য পরিস্থিতি এবং সম্ভাবনার কথা তুলে ধরেন।
Comment here
You must be logged in to post a comment.