রাজনীতি

শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে যুবলীগের দোয়া কর্মসূচি

শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে যুবলীগের দোয়া কর্মসূচি

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া কর্মসূচি নিয়েছে যুবলীগ।এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের সময় বিভিন্ন মামলায় ২০০৭ সালের ১৬ জুলাই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়। সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগারে দীর্ঘ ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের ১১ জুন মুক্তি পান তিনি।

কর্মসূচি অনুযায়ী সারা দেশের মহানগর, জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড শাখায় সামাজিক দূরত্ব বজায় রেখে দোয়া এবং সামর্থ অনুযায়ী তবারক বা রান্না করা খাবার বিতরণ করবেন যুবলীগের নেতাকর্মীরা।

দিবসটি উপলক্ষে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও  সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল বৃহস্পতিবার এই কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয়ভাবে ঢাকায় এই কর্মসূচি পালন করবেন কেন্দ্রীয় নেতারা।

রাজধানীতে যুবলীগের উদ্যোগে বাদ যোহর মিরপুর শাহ আলী মাজার প্রাঙ্গণে দোয়া ও তবারক বিতরণ করা হবে। সার্বিক তত্ত্বাবধানে থাকবে যুবলীগ ঢাকা মহানগর উত্তর। অন্যদিকে বাদ আসর হাইকোর্ট মাজার প্রাঙ্গণে দোয়া ও তবারক বিতরণ করা হবে। সার্বিক তত্ত্বাবধানে থাকবে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ।

Comment here