নিজেদের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারিনায় শনিবার রাতে বরুশিয়া ম’গ্ল্যাডব্যাচকে ২-১ গোলে হারিয়ে শিরোপা থেকে আর এক জয় দূরে রইলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। করোনা সঙ্কট কাটিয়ে খেলা শুরু হওয়ার পর এটি বায়ার্নের টানা ষষ্ঠ এবং সব প্রতিযোগিতা মিলিয়ে সপ্তম জয়।
এই জয়ে ৩১ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে বায়ার্ন। দ্বিতীয় স্থানে থাকা বরুশিয়া ডর্টমুন্ড থেকে এগিয়ে গেছে ৭ পয়েন্ট ব্যবধানে। ফলে শেষ তিন ম্যাচে আর একটি জয় পেলে কোনো হিসেব ছাড়াই টানা অষ্টমবারের মতো লিগ চ্যাম্পিয়ন ঘরে তুলবে জার্মানির সফলতম এই ক্লাবটি।
ঘরের মাঠে দলের দুই সেরা অস্ত্র রবার্ট লেভানদভস্কি এবং থমাস মুলারকে ছাড়া নেমেছে বায়ার্ন। আগের ম্যাচে কার্ড দেখায় মাঠে ছিলেন না তারা। তবে ম্যাচে তার প্রভাব তেমন পড়েনি। শুরু থেকে আক্রমণাত্মক খেলতে থাকে বায়ার্ন। তবে ম্যাচের বিপরীতে ১৬ মিনিটে বায়ার্নের জালে বল জড়িয়ে বসেন ম’গ্লাডব্যাচের ইউনাস হোফমান। তবে ভিএআরে দেখে অফসাইডে গোল দেননি রেফারি।
ম্যাচের ২৬ মিনিটে ম’গ্ল্যাডব্যাচের গোলরক্ষক ইয়ান সোমের বোকার মতো ভুলে এগিয়ে যায় বায়ার্ন। ম’গ্ল্যাডব্যাচের গোলরক্ষক ব্যাকপাস থেকে বল আরেক সতীর্থকে দিতে গিয়ে বায়ার্নের ১৯ বছরের তরুণ ফরোয়ার্ড জসুয়া জিরকসিকে বল দিয়ে বসেন। আর সেখান থেকে দলকে এগিয়ে নিতে কোনো ভুলই করেননি জিরকসি।
তবে প্রথমার্ধেই ম্যাচে সমতায় ফেরে অতিথিরা। ৩৭ মিনিটে বাঁজামাঁ পাভার্দের আত্মঘাতী গোলে ম্যাচ ১-১ গোলে প্রথমার্ধে যায়। দ্বিতীয়ার্ধে বায়ার্ন ভালো খেললেও ম’গ্ল্যাডব্যাচ পাল্লা দিয়ে খেলতে থাকে। যার ফলে জয়সূচক গোল পেতে বায়ার্নকে অপেক্ষা করতে হয় ম্যাচের ৮৬ মিনিট পর্যন্ত। পাভার্দের বাড়ানো বল দলের ২-১ গোলের জয় নিশ্চিত করেন বায়ার্নের জার্মান মিডফিল্ডার গোরেটস্কা।
Comment here
You must be logged in to post a comment.