পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে আকৃষ্ট করতে তাদের ফ্রি ইন্টারনেট দেওয়ার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। পাশাপাশি স্মার্ট ফোন কিনতে তাদের সহজ শর্তে ঋণ দেওয়ারও প্রস্তাব দিয়েছে ইউজিসি। গত ৩০ জুন ইউজিসি এসব প্রস্তাব পাঠিয়েছে।
করোনাভাইরাসের কারণে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর ২৮ লাখ শিক্ষার্থী ক্লাস-পরীক্ষার বাইরে আছে। অনলাইনে ক্লাস শুরু করতে পারেনি অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলো। গত ২৫ জুন ইউজিসির সঙ্গে এক ভার্চুয়াল সভায় ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনলাইনে পাঠদান কার্যক্রম শুরু করতে সম্মতি জানিয়েছেন। এর ভিত্তিতে ইউজিসি থেকে উ5ল্লিখিত দুটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়।
ইউজিসি থেকে জানা গেছে, অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষার্থীদের ফ্রি ইন্টারনেট সুবিধা নিশ্চিত করার প্রস্তাব দেন উপাচার্যরা। সেটি আমলে নেয় ইউজিসি। এছাড়া, অনলাইন ক্লাসের জন্য বিশ্ববিদ্যালয়ে অবকাঠামো, শিক্ষক-শিক্ষার্থীদের সার্বিক পরিস্থিতি ও সক্ষমতাসহ বিভিন্ন বিষয় জানতে একটি জরিপ চালায় ইউজিসি। সেখানে ৮৬ শতাংশ শিক্ষার্থীর স্মার্ট ফোন, ল্যাপটপ, কম্পিউটারসহ বিভিন্ন ডিভাইস রয়েছে বলে জরিপে উঠে এসেছে। যেসব শিক্ষার্থীর স্মার্ট ফোন কিনতে সহজ শর্তে ঋণ দেওয়ার প্রস্তাব দিয়েছে ইউজিসি।
ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহিদুল্লাহ বলেন, ‘শিক্ষার্থীদের ক্লাসে আনতে উপাচার্যদের প্রস্তাবের ভিত্তিতে আমরা ফ্রি ইন্টারনেট প্যাকেজ ও যাদের স্মার্ট ফোন নেই তাদের সহজ শর্তে ঋণ দিতে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব দিয়েছি। শিক্ষামন্ত্রী বিষয়টি পজিটিভলি গ্রহণ করেছেন। আশা করি, দ্রুত এ বিষয়ে ঘোষণা আসবে।’
Comment here
You must be logged in to post a comment.