রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেট আজ মঙ্গলবার (১২ মে) খোলা হবে।
সোমবার (১১ মে) রাতে এ মার্কেটের ব্যবসায়ী মোহাম্মদ শাহিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘মার্কেটের সভাপতি-সাধারণ সম্পাদক এবং পুলিশের সঙ্গে বৈঠকের পর আগামীকাল মঙ্গলবার মার্কেট খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য আমরা প্রস্তুতি নিচ্ছি।’
মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতি নাজমুল আহসান বলেন, ‘ব্যবসায়ীদের কথা চিন্তা করে অন্যদের মতো আমরাও মার্কেট খুলব। তবে মার্কেটে ক্রেতা-বিক্রেতারা যাতে স্বাস্থ্যবিধি মেনে চলেন, সেজন্য আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। মার্কেটের একদিক দিয়ে প্রবেশ করতে হবে, অন্যদিকে বের হতে হবে। হাত ধোয়ার জন্য দোকান, প্রবেশপথগুলোতে হ্যান্ড স্যানিটাইজার এবং পর্যাপ্ত সাবানের ব্যবস্থা করা হয়েছে।’
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর গত ২৪ মার্চ বন্ধ ঘোষণা করা হয় আজিজ সুপার মার্কেট।
এ বিষয়ে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান বলেন, ‘মার্কেট খুলতে সমস্যা নেই। তবে সেখানে স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব নিশ্চিত হচ্ছে কি না, সে বিষয়ে পুলিশ সার্বক্ষণিক নজর রাখবে।’
Comment here
You must be logged in to post a comment.