অপরাধজাতীয়

লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ঢাকার চীনা দূতাবাস

লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ঢাকার চীনা দূতাবাস

নিজস্ব প্রতিবেদকঃ

শুক্রবার (২৯ মে) এক বার্তায় লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ঢাকার চীনা দূতাবাস।

ঢাকার চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান ওই বার্তায় বলেন, ‘লিবিয়ায় ২৬ জিম্মি বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। আমরা এই বর্বর ও সন্ত্রাসী কাণ্ডের তীব্র নিন্দা জানাই। সেখানে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি আমরা সমবেদনা জানাই। একইসঙ্গে নিহতদের আত্মার শান্তি কামনা করি।’

বৃহস্পতিবার (২৮ মে) রাতে লিবিয়ায় জিম্মি ২৬ বাংলাদেশিসহ ৩০ জনকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় আরও ১১ জন বাংলাদেশি আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে একজন বাংলাদেশি পালিয়েছেন। মোট ৩৮ জন বাংলাদেশি জিম্মি ছিলেন সেখানে।

Comment here