করোনাভাইরাসের কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে আছে প্রিমিয়ার ফুটবল লিগ। চলমান অবস্থায় লিগ শুরু হবে কিনা, এ নিয়ে রয়েছে সংশয়। আবার ফুটবল মৌসুম বাতিল হয়ে যাবে, এ ব্যাপারেও কোনও সিদ্ধান্ত হয়নি। তাই লিগের ভবিষ্যৎ নির্ধারণে জরুরী সভা ডেকেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী রবিবার দুপুরে এই সভা হবে। সেখানেই নির্ধারণ হবে সব কিছু।
করোনার আগেই মৌসুমের ফেডারেশন কাপ মাঠে গড়িয়েছে ঠিকমতো। তবে সংক্রমণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে প্রিমিয়ার লিগ প্রথম পর্বের মাঝেই বন্ধ হয়ে গেছে। এই অবস্থায় অংশগ্রহণকারী ক্লাবগুলো চাইছে দ্রুত লিগ নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হোক। বাফুফে তাই সব দিক বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত নিতে আগ্রহী। প্রয়োজনে বিদেশিদের ছাড়াই লিগের বাকি অংশ শেষ করা যায় কিনা, সেটি ভেবে দেখা হচ্ছে।
পরিস্থিতি সামলাতে বাফুফে এএফসির কাছ থেকেও পরামর্শ চেয়েছে। বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ তেমন কথাই বলেছেন ‘আমরা সবদিক বিবেচনা করেই লিগের বিষয়ে সিদ্ধান্ত নেবো। লিগ যদি এখানেই সমাপ্ত ঘোষণা করি, তাহলে আগামী বছর এএফসি কাপে কোন দল খেলবে? তাই অন্যান্য বিষয়ও এর সঙ্গে জড়িত। আমরা এই বিষয়ে এএফসির কাছ থেকেও পরামর্শ চেয়েছি। এখন সবকিছু দেখেই আগামী রবিবার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’সুত্রঃ বাংলা ট্রিবিউন
Comment here
You must be logged in to post a comment.