ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে নগরীর লালখান বাজার ওয়ার্ডে আওয়ামী লীগ, বিএনপি ও বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীর অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে তিন পক্ষের অন্তত ২১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (২৭ জানুয়ারি) সকাল ৯ টা দিকে লালখান বাজার শহীদ নগর সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সামনে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
এ সময় পাথর নিক্ষেপ ও লাঠি নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার বশির আহমেদ বলেন, কেন্দ্রের বাইরে গোলযোগ হয়েছে। তবে কেন্দ্রের অভ্যন্তরে কোনো সমস্যা নেই।
খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান বলেন, কেন্দ্রের বাইরে দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছিল। পুলিশ আর বিজিবি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বর্তমানে পরিবেশ শান্ত।
Comment here
You must be logged in to post a comment.