রাজধানীর নতুন বাজারে বহিষ্কারাদেশ বাতিলসহ ৫ দফা দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীর। আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করে সরানোর চেষ্টা করে পুলিশ। তাদের আন্দোলনের কারণে বিপদে পড়তে হচ্ছে কর্মস্থলগামীসহ সাধারণ মানুষদের।
শনিবার (২১ জুন) পাঁচ দফা দাবিতে সকাল ৮টা থেকে তারা সড়কে অবস্থান নেয়। এতে নতুনবাজার-গুলশান-বনশ্রী সংযোগ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে কোনো উপায় না পেয়ে কর্মস্থলগামী এবং বিভিন্ন গন্তব্যে যেতে চাওয়া লোকজন যানবাহন থেকে নেমে হেঁটে যাচ্ছেন।
এমন কয়েকজন ভুক্তভোগী জানান, রাজধানীর এই ব্যস্ততম সড়কে সকাল থেকে এমন অবরোধের কারণে তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাদের আন্দোলন আমাদের জন্য চরম ভোগান্তি নিয়ে এসেছে।