প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অপ্রয়োজনে এসি চালানো যাবে না। পুকুর বা জলাশয় খনন প্রকল্পে বিশেষ নজরদারি করতে হবে। মাছ চাষের জন্য জলাশয়ের শুধু পাড় সংস্কার নয়, জলাশয় গভীরও করতে হবে। শুধু ওপরের নয়, পুকুর বা জলাশয়ের নিচের আবর্জনাও পরিষ্কার করতে হবে। দেশে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প গড়ে তুলতে হবে। প্রত্যেক কারাগারে ভার্চুয়াল কোর্ট স্থাপন করতে হবে। বিভিন্ন প্রকল্পের আওতায় নির্মিতব্য রাস্তাগুলোর যথাযথ মান বজায় রেখে কাজ করতে হবে। বালুমহালের স্থান চিহ্নিত করে সময়ে সময়ে আপডেট করতে হবে। এছাড়া, রেলওয়ের কারখানাটি আধুনিকায়ন করতে হবে বলে ৯টি অনুশাসন দেন প্রধানমন্ত্রী।
রবিবার (২১ জুন) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রধানমন্ত্রী এই ৯টি অনুশাসন দিয়েছেন বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী একনেক বৈঠকে সভাপতিত্ব করেন। এ সময় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানও গণভবনে উপস্থিত ছিলেন। এছাড়া অন্যান্য মন্ত্রী ও সচিব ছিলেন শেরেবাংলা নগরে এনইসি মিলনায়তনে।
বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের আওতায় নির্মিত রাস্তাগুলোর যথাযথ মান বজায় রেখে কাজ করতে হবে। দেশের প্রতিটি কারাগারে ভার্চুয়াল আদালত স্থাপন করতে হবে। রেলওয়ের কারখানাটি আধুনিকায়ন করতে হবে।’
তিনি বলেন, ‘অপ্রয়োজনে এসি চালানোর প্রয়োজন নাই। নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় এসি ব্যবহারে সতর্ক থাকতে হবে। গ্রামে মানুষ খোলামেলা আবহাওয়ায় বেড়াতে পারছে বলে সেখানে কোভিড-১৯ আক্রান্ত রোগী কম। বিশেষজ্ঞদের মতে, কোভিড-১৯ ছড়ানোর ক্ষেত্রে এসি ভূমিকা রাখতে পারে। তাই এসি ব্যবহারে সতর্ক থাকতে হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারের পুকুর খনন প্রকল্পে অনেক দুর্নীতি হয়। এখন থেকে পুকুর বা জলাশয় খনন প্রকল্পে বিশেষ নজর দিতে হবে। পুকুর বা জলাশয়ের মাটি কাটার পর সেই মাটি কোথায় যায়, সেগুলো তদারকি করতে হবে। ঠিকাদাররা পুকুরের পাড় কেটে পরিষ্কার করে নিচের দিকের মাটি কাটে না। অথচ বিল নেন পুরোটাই।’ এ ধরনের অনেক অভিযোগ প্রধানমন্ত্রীর কাছেও গিয়েছে বলে জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
পরিকল্পনা মন্ত্রী জানান, মাছ চাষের জন্য জলাশয়ের শুধু পাড় সংস্কার করলে হবে না। জলাশয়ের ওপর ও নিচের আবর্জনাও পরিষ্কার করার অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী দেশে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প গড়ে তোলার ওপর জোর দিয়ে বলেন, ‘এই মুহূর্তে বেশি করে খাদ্যসংশ্লিষ্ট প্রকল্প নিতে হবে এবং শিল্প গড়ে তুলতে হবে।’ একইসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘এখন থেকে বালুমহালের স্থান চিহ্নিত করে সময়ে সময়ে আপডেট করতে হবে। এতে নদীভাঙন কমবে। দেশের বালুমহাল আগের অবস্থানে নেই। বালুমহাল নিয়ে অনেক ধরনের অভিযোগও আমার কাছে আসে।’
Comment here
You must be logged in to post a comment.