রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের ‘সাপোর্ট ট্রাস’ স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে, সম্প্রতি দ্বিতীয় ইউনিটের রিয়্যাক্টর বিল্ডিংয়ে প্রকল্পের গুরুত্বপূর্ণ এই অংশ স্থাপিত হয়।
রোসাটমের প্রকৌশল বিভাগ এটমসট্রয়এক্সপোর্ট (এএসই) জেনারেল কনট্রাকটর হিসাবে রূপপুর প্রকল্প বাস্তবায়ন করছে।
এটমসট্রয়এক্সপোর্টের ভাইস প্রেসিডেন্ট সের্গেই লাসটচকিন জানান, সাপোর্ট ট্রাস স্থাপন ২০২০ সালের জন্য নির্ধারিত মাইলফলকগুলোর একটি। নির্ধারিত সময়ের ১৬ দিন আগেই এই কাজ সম্পন্ন হয়েছে। প্রথম ও দ্বিতীয় ইউনিটের নির্মাণ কাজ শিডিউল অনুযায়ী এগিয়ে চলছে।
তিনি আরও জানান, স্বাস্থ্য ও মহামারি নিরাপত্তা সংক্রান্ত বিধি কঠোরভাবে অনুসরণ করে প্রকল্পের কাজ পরিচালিত হচ্ছে। সাইটে প্রবেশের প্রতিটি প্রবেশদ্বার ছাড়াও অফিস বিল্ডিং ও ক্যান্টিনে প্রবেশের সময়ও দূর থেকে প্রতিটি মানুষের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। সব কক্ষ ও যানবাহনে পরিচালিত হচ্ছে বিশেষ পরিচ্ছন্নতা ও জীবাণুনাশক কার্যক্রম। কর্মকর্তা-কর্মচারীদের দেওয়া হয়েছে মাস্ক, গ্লাভস ও স্যানিটাইজার। এছাড়াও চিকিৎসকরা সরাসরি নির্মাণ এলাকায় কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করছেন।
সাপোর্ট ট্রাস একটি ধাতব কাঠামো, যার অনেকগুলো রেডিয়াল (ব্যাসার্ধীয়) বিম রয়েছে। এটি রিয়্যাক্টর পিট যন্ত্রপাতিগুলোর মধ্যে অন্যতম এবং যার কাজ হলো রিয়্যাক্টর ভেসেলকে ভূমিকম্পসহ যে কোনো প্রতিকূল পরিস্থিতিতেও দৃঢ়ভাবে ধরে রাখা। এটি এমনভাবে তৈরি যাতে রিয়্যাক্টরের পুরো কার্যকাল, অর্থাৎ ৬০ বছরের বেশি সময় ধরে উচ্চতাপ ও রেডিয়েশন সহ্য করার ক্ষমতা রাখে। পরবর্তী ধাপে রিয়্যাক্টর পিটে কংক্রিট ঢালাইয়ের পর ‘থ্রাস্ট ট্রাস’ স্থাপন করা হবে।
Comment here
You must be logged in to post a comment.