অপরাধসর্বশেষ সংবাদসারা বাংলা

রাত পার না হতেই গণধর্ষণ মামলার সব আসামী গ্রেফতার

রাত পার না হতেই গণধর্ষণ মামলার সব আসামী গ্রেফতার

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মামলার ২৪ ঘন্টার মধ্যেই গণধর্ষণ মামলার সকল আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে বালিয়াকান্দি থানা পুলিশ।

মেয়েকে গণধর্ষণের অভিযোগে মা বাদী হয়ে বৃহস্পতিবার বিকেলে ৬ জনের নাম উল্লেখ করে বালিয়াকান্দি থানায় লিখিত এজাহার দাখিল করেন। এজাহার আমলে নিয়ে মামলায় তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নেন বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আজমল হুদা। তাৎক্ষনিক বিভিন্ন এলাকায় সোর্স লাগিয়ে রাত না পার না হতেই বিশেষ অভিযানের মাধ্যমে ৬ আসামীকেই গ্রেফতার করতে সক্ষম হন তিনি।

শুক্রবার (২৬জুন) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারি কর্মকর্তা বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আজমল হুদা।

আটকৃতরা হলো বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বারুগ্রামের আ: রহমানের পুত্র আল আমিন (১৬), মৃত আমোদ আলী শেখের পুত্র রনি শেখ (২৫), জাহিদ আলী ব্যাপারির পুত্র মহিউদ্দিন ব্যাপারে (১৬), নতুনচর গ্রামের নজরুল খানের পুত্র নাহিদ খান (১৮), আশ্চার্যপুর গ্রামের সিরাজুল ইসলামের পুত্র নিরু শেখ (২৫) ও আজিজুল ব্যাপারীর পুত্র রুবেল ব্যাপারি (২৫)।

থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে আসামীরা ঐ স্কুল ছাত্রীর বাড়ী থেকে অপহরণ করে নিয়ে পাশ্ববর্তী বিলটাকিগাড়া নামক স্থানে নিয়ে পালাক্রমে গণধর্ষণ করে। তারই প্রেক্ষিতে ভুক্তভোগীর মা মা বৃহস্পতিবার থানায় ৬জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।

এ কে এম আজমল হুদা বলেন, ভুক্তভোগী স্কুল ছাত্রীর মা বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। তাৎক্ষনিক বিভিন্ন জায়গায় সোর্স স্থাপনের মাধ্যমে রাতেই বিশেষ অভিযান পরিচালনা করি। পরে বহরপুর এলাকার বিভিন্ন জায়গা থেকে সকল আসামীকে গ্রেফতারে সক্ষম হই।

১৬৪ ধারায় জবানবন্দী দেওয়ার জন্য সব আসামীদেরকেই রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান।

Comment here