অপরাধবিশেষ প্রতিবেদনসর্বশেষ সংবাদসারা বাংলা

রাজধানীর দক্ষিণখানে মাদক ও অস্ত্র ব্যবসায়ী রিপন র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত

রাজধানীর দক্ষিণখানে মাদক ও অস্ত্র ব্যবসায়ী রিপন র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত

রাজধানীর দক্ষিণখানে মাদক ও অস্ত্র ব্যবসায়ী রিপন (৩৫) র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।

বুধবার (২২ জুলাই) সকালে র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার দিবাগত রাত ২ টার দিকে দক্ষিণখান এলাকায় মাদক ও অস্ত্র ব্যবসায়ী অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১ এর একটি দল রাত অভিযানে যায়।  এ সময় তারা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে।  আত্মরক্ষার্থে র‌্যাবের সদস্যরাও পাল্টা গুলি করে।  পরে ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সুজয় সরকার বলেন, এতে একজন র‍্যাব সদস্য আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

রিপনের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

Comment here