উত্তরা প্রতিনিধি:
রাজধানীর দক্ষিনখান এলাকার শাহ কবির মাজার রোডে বকেয়া বেতন ভাতার দাবীতে , কথায় কথায় ছাঁটাই সহ বিভিন্ন দাবিতে ভার্সেটাল গার্মেন্টস, হেচন গার্মেন্টস, চৈতি গার্মেন্টসের শ্রমিকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন ।
বৃহস্পতিবার সকাল ৮:৩০ থেকে শাহ কবির মাজার রোড অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন।
রাস্তা অবরোধের কারণে যান চলাচলে বিঘ্ন ঘটে,শ্রমিক-পুলিশদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া সৃষ্টি হয় এতে দক্ষিনখান থানার ওসি শামীম শিকদার সহ আরো চার পুলিশ সদস্য আহত হয় । গার্মেন্টস শ্রমিকরা বলেন,পুলিশ শ্রমিকের ধাওয়া-পাল্টা ধাওয়ার ফলে কিছু গার্মেন্টস শ্রমিক আহত হয় এবং তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসারত রয়েছে বলে জানান।
বিক্ষোভ চলাকালীন সময় গার্মেন্টস শ্রমিকরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল এর নির্বাহী কর্মকর্তা গাড়ি ভাঙচুর করতে দেখা যায়।
রাস্তা অবরোধ বিক্ষোভ এর কারণ জানতে চাইলে শ্রমিকরা বাংলাদেশের আলোকে জানান, কোনরকম পূর্বঘোষণা এবং বকেয়া বেতন পরিশোধ না করেই আমাদের ছাঁটাই করা হয়। তাই আমরা বাধ্য হয়ে পূনঃনিয়োগের দাবীতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছি।
এ বিষয়ে জানতে চাইলে ডি.এপির ,উত্তরা বিভাগের উপ – পুলিশ কমিশনার নাবিদ কামাল শৈবাল বাংলাদেশের আলোকে, জানান শ্রমিকরা রাস্তায় অবস্থান নিলে পুলিশের সড়কে শৃঙ্খলা আনার জন্য প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণ করে।শ্রমিকদের নির্দিষ্ট আইন রয়েছে আইনের মাধ্যমে সকল কিছু পর্যালোচনা করে, গার্মেন্টস কর্তৃপক্ষকে ও বিশেষজ্ঞদের সমর্থনে সমস্যা সমাধানে এগিয়ে আসা উচিত।
Comment here
You must be logged in to post a comment.