বিনোদনসর্বশেষ সংবাদ

যেসব পাকিস্তানি শিল্পীর ইনস্টাগ্রাম-নিষেধাজ্ঞা তুলে নিল ভারত

যেসব পাকিস্তানি শিল্পীর ইনস্টাগ্রাম-নিষেধাজ্ঞা তুলে নিল ভারত

চলতি বছর কাশ্মীরের পেহেলগামে হামলা ও পরবর্তী ‘অপারেশন সিঁদুর’-এর জেরে ভারত সরকার যেসব পাকিস্তানি অভিনেতা ও বিনোদনমাধ্যমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ও ইউটিউব চ্যানেল ভারতীয় দর্শকদের জন্য ব্লক করে দিয়েছিল, সেগুলোর বেশির ভাগই শিথিল করা হয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় পড়া অনেক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখন ভারতে দৃশ্যমান হচ্ছে। মাওরা হোসেন, সাবা কামার, আহাদ রেজা মীর, দানানির মোবিন, ইয়ুমনা জাইদি ও দানিশ তায়মুরের মতো পাকিস্তানি তারকাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখন ভারতের ব্যবহারকারীরা দেখতে পাচ্ছেন।Lollywood Hot: 15 Most Beautiful Pakistani Actresses List