করোনাভাইরাসের এ মহামারিতে পবিত্র হজ সীমিত আকারে আয়োজন করবে সৌদি সরকার। কেবল সৌদি আরবে বসবাসকারীরাই এবার হজে অংশ নিতে পারবেন বলে জানিয়েছে দেশটির সরকার। সোমবার এ সংক্রান্ত ঘোষণা দেওয়া হয়। সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় দেশটিতে বসবাসকারীদের নিয়ে সীমিত পরিসরে হজের আয়োজনের খবর দিয়েছে।
ঘোষণায় বলা হয়, বিভিন্ন দেশের মুসলিম যারা বর্তমানে সৌদি আরবে বসবাস করছেন, তাদের মধ্যে সীমিত সংখ্যক হাজিদের নিয়েই এবারের হজ অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ দিন দিন বাড়ছে। এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন বা প্রতিষেধক বের হয়নি। এই অবস্থায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা লাখো হাজিদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা কঠিন হয়ে পড়বে। সে জন্যেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
Comment here
You must be logged in to post a comment.