ভারতীয় ক্রিকেট দলের স্পিন আক্রমণ বর্তমানে অনেক বেশি বৈচিত্র্যময়। চায়নাম্যান কুলদীপ যাদবের পাশাপাশি লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল, রবিন্দ্র জাদেজা বা রবিচন্দ্রন অশ্বিন এখন দলটির প্রতিনিধিত্ব করছেন। উপরের সব স্পিনারের মধ্যে কেবল চাহাল এক জায়গায় ব্যতিক্রম। সবাই টেস্ট ক্রিকেটে ভারতকে প্রতিনিধিত্ব করলেও চাহালের সেই সুযোগ মেলেনি।
এই ভারতীয় ক্রিকেটার ইএসপিএনক্রিকইনফোর সঙ্গে এক সাক্ষাতকারে জানালেন, যদি ভারতের হয়ে একটা হলেও টেস্ট ম্যাচ খেলতে পারতেন, তাহলে খুব খুশি হতেন তিনি। এই ক্রিকেটার মনে করেন টেস্ট ম্যাচ সম্পূর্ণ ভিন্ন এক অনুভূতির জায়গা।
ভারতের হয়ে ৫২ ওয়ানডে এবং ৪২ টি-টোয়েন্টি খেলা চাহাল বলেন, ‘আমি যদি ভারতের হয়ে একটা হলেও টেস্ট ম্যাচ খেলতে পারি বা আমায় যদি টেস্ট স্কোয়াডেও নেওয়া হয়, তাহলে আমি খুব খুশি হবো। আসলে টেস্ট ম্যাচ খেলাটা সম্পূর্ণ আলাদা অনুভূতি।’
এছাড়াও বলে লালা ব্যবহারের নিষেধাজ্ঞা নিয়েও কথা বলেছেন এই ক্রিকেটার। তিনি মনে করেন, কেবল পেসাররা নয় স্পিনাররাও লালা ব্যবহার না করতে পারায় মাঠে অনেক অসুবিধায় পড়বে। বিশেষ করে ওয়ানডের মাঝের ওভারে বলে ড্রিফট করাতে পারবেন না। ফলে ব্যাটসম্যানদের জন্য বিষয়টি অনেক সহজ হয়ে যাবে খেলতে।
ক্যারিয়ারে এখন পর্যন্ত ১৪৬ উইকেট নেওয়া চাহাল লালা ব্যবহারের নিষেধাজ্ঞা নিয়ে বলেন, ‘আসলে বলে লালা ব্যবহার করতে না পারা সব বোলারেরই ক্ষতি করবে। কারণ ম্যাচে শুধু পেসাররা নয় স্পিনাররাও লালা ব্যবহার করে থাকে। এতে বলে ভালো ড্রিফট পাওয়া যায়। মাঝের ওভারে বলে ড্রিফট না পেলে ব্যাটসম্যানদের খেলতে অনেক সুবিধা হয়ে যায়।’
Comment here
You must be logged in to post a comment.