আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মরহুম মোহাম্মদ নাসিমের শেষ বিদায়ে অংশ নিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। করোনাভাইরাস থেকে মুক্ত হওয়ার দ্বিতীয় দিনেই তিনি চিকিৎসকদের অনুমতি নিয়ে বনানী কবরস্থানে যান।
রবিবার (১৪ জুন) বেলা সাড়ে ১০টায় গণস্বাস্থ্য হাসপাতাল থেকে সরাসরি বনানী কবরস্থানে যান তিনি। এরপর সেখান থেকে আবার গণস্বাস্থ্য হাসপাতালের কেবিনে ফিরে আসেন।
গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ বলেন, ‘ডা. জাফরুল্লাহ স্যারের ইচ্ছার কারণে ডাক্তাররা তাকে বনানী যেতে অনুমতি দিয়েছেন। বিষয়টি তদারকির জন্য গণস্বাস্থ্যের ডা. মহিবুল্লাহ খন্দকারও সঙ্গে ছিলেন।’
মোহাম্মদ নাসিমের প্রতি শ্রদ্ধা জানানোর পর বনানী কবরস্থানে অতীতের সমাহিত সকলের জন্য দোয়া ও মোনাজাত করেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডা. জাফরুল্লাহ।
ঐক্যফ্রন্টের দফতরের দায়িত্বে থাকা জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, ‘তিনি বনানী কবরস্থান হতে সরাসরি ১১টা ৩০ মিনিটে গণস্বাস্থ্য নগর হাসপাতালে তার চিকিৎসাধীন রুমে চলে আসেন। করোনা মুক্ত হওয়ায় মহান রাব্বুল আলামিনের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। দ্রুত সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।’
Comment here
You must be logged in to post a comment.