জাতীয়লিড নিউজ

মেট্রোরেল প্রকল্পে চাকরি পুনর্বহালের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

মেট্রোরেল প্রকল্পে চাকরি পুনর্বহালের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নের সঙ্গে যুক্ত থাইল্যান্ডের আইটিডি নামের এক কোম্পানি ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন পদের ২,৫৯৬ কর্মীকে ছাঁটাই করেছে। চাকরি পুনর্বহালের দাবিতে রোববার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিভিন্ন ব্যানার নিয়ে কয়েক হাজার বঞ্চিত কর্মী মানববন্ধনের অংশ নেন।

এর আগে গত ৭ জুন আগাঁরগাওয়ে কোম্পানির অফিসের সামনের রাস্তায় অবস্থান কর্মসূচী পালন করেছিলেন ক্ষুব্ধ কর্মীরা।

অংশ নেওয়া কর্মীদের ব্যানারে লিখা ছিল, কোভিড-১৯ এই দুর্যোগকালীন সময়ে চাকুরিচ্যুত আড়াই হাজারের বেশি সব কর্মকর্তা-কর্মচারীকে চাকরিতে পুনর্বহাল করতে হবে। করোনা পরিস্থিতির জন্য প্রকল্পের কাজ বন্ধ থাকলে সরকারি ঘোষণা অনুযায়ী ৬৫ শতাংশ বেতন প্রদান করতে হবে।

মানববন্ধনে অংশ নেওয়া প্রকৌশলী তাকদীর বলেন, ‘আমরা আমাদের চাকরিতে পুনর্বহাল চাই। যতদিন পর্যন্ত চাকরিতে যোগদান না করা হবে, ততদিন পর্যন্ত ৬৫ শতাংশ বেতন প্রদান করতে হবে। আমরা ২৫৯৫ পরিবার আজ মানবেতর জীবনযাপন করছি। এ বিষয়ে আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’

কর্মসূচীতে তাদের দাবিগুলো হচ্ছে আগামী ডিসেম্বরের মধ্যে কোনও কর্মী ছাঁটাই করা যাবে না, পুরোনো কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত করে পুনরায় নতুন করে কর্মী নিয়োগ বাণিজ্য বন্ধ করতে হবে এবং মে মাসের বকেয়া বেতন দ্রুত সময়ের মধ্যে দিতে হবে।

Comment here