আইন আদালতলিড নিউজসর্বশেষ সংবাদ

মেজর মঞ্জুর হত্যায় এরশাদকে অব্যাহতি

মেজর মঞ্জুর হত্যায় এরশাদকে অব্যাহতি
মেজর জেনারেল আবুল মঞ্জুর হত্যা মামলায় তিন আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবদুল লতিফকে অব্যাহতি দিয়ে বিচার শুরুর আদেশ দেন আদালত।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত অস্থায়ী আদালতে প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ দিলারা আলো চন্দনা সম্পূরক অভিযোগপত্র গ্রহণ করে এরশাদসহ দুজনকে অব্যাহতি দেন। পরে মেজর অবসরপ্রাপ্ত কাজী এমদাদুল হক, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোস্তফা কামাল উদ্দিন ভূইঞা ও লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শামসুর রহমান শমসেরের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। মামলার সাক্ষ্য গ্রহণে ৬ই এপ্রিল দিন ঠিক করেছেন আদালত।

Comment here