মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানু করোনায় আক্রান্ত হয়েছেন। মন্ত্রীর একান্ত সচিব হাবিবুর রহমানের শরীরেও করোনা শনাক্ত হয়েছে।
শুক্রবার (১২ জুন) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘গতকাল তাদের নমুনা পরীক্ষা করা হয়। আজ তাদের নমুনা পরীক্ষার ফল করোনা পজিটিভ আসে। মন্ত্রী, তার স্ত্রী এবং মন্ত্রীর একান্ত সচিব চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় চিকিৎসা নিচ্ছেন।’
দ্রুত রোগ নিরাময়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী।
Comment here
You must be logged in to post a comment.